অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

oplus_140509184

আগরতলা : এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেলের নেতৃত্বরা। জানা যায় ২৭ অক্টোবর রাতে সুজন বর্মণ নামে এক টমটম চালক বটতলা থেকে সেকেরকোট যাওয়ার সময় মিঠু পাল নামে এক অটো চালক সুজন বর্মণের উপর হামলা চালায়। প্রান বাচাতে সুজন বর্মণ জঙ্গলে আশ্রয় নেয়। পরবর্তী সময় পরিবারের লোকজন সুজন বর্মণকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুজন বর্মণ আমতলি থানায় অভিযুক্ত অটো চালক মিঠু পালের নামে মামলা দায়ের করে। কিন্তু পুলিস এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে নি। তাই বুধবার ভারতীয় মজদুর মনিটরিং সেলের নেতৃত্বরা অভিযুক্তকে গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন। পাশাপাশি জানান পুলিস উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে, আগামিদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল