বিজেপির বিপিনের বক্তব্যের পাল্টা জবাবা দিলেন তিপ্রা মথার হংস কুমার

oplus_140509184

আগরতলা : সামনের এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দল বদলের হিরিক বৃদ্ধি পেয়েছে। তাঁর সাথে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে জোট শরিক বিজেপি ও তিপ্রা মথার মধ্যে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বিজেপি যখন বিভিন্ন স্থানে তিপ্রা মথা দলের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে শুরু করেছে, অন্যদিকে তিপ্রা মথাও চুপ করে বসে নেই। তিপ্রা মথাও পাল্টা বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর এক বিয়ে বাড়িতে তিপ্রা মথার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২১ জন নেতৃত্ব সহ প্রায় ৮০ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসি-র সিইএম পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। উপস্থিত তিপ্রা মথা নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিপ্রা মথা দলে বরণ করে নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃষকেতু দেববর্মা জানান এইদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ২১ জন নেতৃত্ব তিপ্রা মথা দলে যোগদান করেছেন। নবাগতদের মধ্যে রয়েছে ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহন লাল চাকমা। তাঁর সাথে রয়েছেন ধনঞ্জয় রিয়াং, মধুসুদন চাকমা, প্রেম রঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বনিক, রাজেস চাকমা, অনন্ত চাকমা, মতিময় দেববর্মা ও দিনেশ দাস। তারা সকলে ছাওমনু মণ্ডলের নেতৃত্ব। তাদের সাথে আরও বহু ভোটার রয়েছে যারা তিপ্রা মথা দলে যোগদান করবে। পাশাপাশি করমছড়া মন্ডলেরও বহু নেতা তিপ্রা মথা দলে যোগদান করেছে। নবাগতদের মধ্যে রয়েছে সুমন্ত দে, খুবেন রিয়াং, প্রসেনজিৎ শিল, বিপ্লব মাঝি, রাজ কুমার রিয়াং, সঞ্জয় দেববর্মা, হরলাল নাম সহ আরও অনেকে। তিপ্রা মথা দলে যোগদানের পর করমছড়া বিধানসভা কেন্দ্রের সুমন্ত দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২০১৮ সালের পূর্বের বিজেপি ও বর্তমান বিজেপির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বর্তমানে বিজেপি কোন রাজনৈতিক দল নয়, বিজেপি বর্তমানে একটি কোম্পানিতে পরিণত হয়েছে। বিজেপি ক্ষমতায় বসার পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁর একটিও পূরণ করে নি। অপরদিকে তিপ্রা মথা দলে যোগদান করার পর ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহন লাল চাকমা বলেন ছাওমনু বিধানসভা এলাকায় পুরাতন বিজেপি কর্মীরা বঞ্চিত। পুরাতন বিজেপি কর্মীরা ঘরে বসে গেছে। বামেরা জামা পাল্টে রাম হয়েছে। পেয়েছে পদ। আর সেই রামের জন্য বর্তমানে ছাওমনুর জন্য বিজেপি বিপদ। সাংবাদিক সম্মেলনে এমডিসি হংস কুমার ত্রিপুরা এইদিন স্পষ্ট বলেন বিজেপি যতই বলুকনা কেন তিপ্রা মথা ২০২৬ সালে ধুয়ে মুছে যাবে, বাস্তবে উল্টোটা হবে। তিপ্রা মথার জন্য বিজেপি রাজ্যে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় বসতে পেরেছে। বিজেপি সপ্তম বেতন কমিশনের কথা বলেছিল, কিন্তু বর্তমানে সপ্তম বেতন কমিশনের কথা ভুলে গেছে। আগামিদিনে এডিসি ও ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি ধুয়ে মুছে যাবে বলে পাল্টা দাবি করেন হংস কুমার ত্রিপুরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান তিপ্রা মথা সিপিআইএম-কে প্রতিপক্ষ মনে করে।

Related posts

PM Modi’s blessings driving Tripura’s growth: CM

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ত্রিপুরার উন্নতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী