তারাসুন্দরী ছড়ায় পুনরুদ্ধার ও সৌন্দর্যায়ন কাজের সূচনা: কৃষি মন্ত্রী

আগরতলা : কৃষি দপ্তরের উদ্যোগে মোহনপুরের দক্ষিণ তরণগর এলাকার তারাসুন্দরী ছড়ায় চলমান পুনরুদ্ধার ও সৌন্দর্যায়ন কাজ আজ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী জানান দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন কৃষি দপ্তরের কর্মকর্তারা ছড়া ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। ছড়া পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় কৃষিজমিতে সেচের সুবিধা বৃদ্ধি পাবে এবং এর ফলে এলাকার কৃষকদের জীবিকা আরও উন্নত হবে। এই উদ্যোগে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও জানান, এই এলাকায় বেশ কিছু জলাধার অবহেলার কারণে নষ্ট হয়ে পড়েছিল। সরকারের লক্ষ্য হলো জাতীয় সড়কের নিকটবর্তী এই অঞ্চলকে আধুনিক সুবিধাসহ উন্নয়ন করে ভবিষ্যতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

মন্ত্রী আরও জানান, এখানে একটি পার্ক নির্মিত হবে, যেখানে মানুষ হাঁটাচলা করতে পারবে, শিশুদের জন্য নির্দিষ্ট খেলার জায়গা থাকবে এবং অন্যান্য বিনোদনমূলক সুবিধাও যুক্ত করা হবে। পাশাপাশি, প্রকল্পটিতে জল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, জল সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং এলাকার জনমানুষের বিনোদনের প্রয়োজন বিবেচনায় রেখে এ প্রকল্প জনসাধারণের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে।

Related posts

PM Modi’s blessings driving Tripura’s growth: CM

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ত্রিপুরার উন্নতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী