আগরতলা : রথ দুর্ঘটনায় কুমারঘাট এর বিভিন্ন এলাকা সরেজমিনে শুক্রবার পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে এক সি পি আই এম প্রতিনিধি দল। ২৮ জুন উল্টো রথের দিন কুমারঘাটে ঘটে বিপত্তি। বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎসৃষ্ট হয়ে সাতজন মারা যান। এর মধ্যে রয়েছে শিশু মহিলা।আহত হয়েছেন বেশ কয়েকজন ।তারা কুমারঘাট ,রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধিন। শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ,সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী, নারায়ণ কর সহ অন্যান্য প্রতিনিধিরা কুমারঘাট এ যান ঘটনাস্থল পরিদর্শন করেন। সিপিএম প্রতিনিধি দল হাসপাতাল, পূর্ত দপ্তর ,মহকুমা শাসক ,কুমারঘাট থানা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ।পরিদর্শন করেন তারা প্রয়াত হয়েছেন যারা তাদের বাড়িও।কথা বলেন এলাকার লোকজন ও প্রয়াতদের পরিবারের লোকজনের সঙ্গে। সেখান থেকে আগরতলা এসে জিবি হাসপাতালে যান মানিক সরকারের নেতৃত্বে সিপিএম প্রতিনিধি দল ।আহত রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তবে এদিন মানিক সরকার জানান তিনি ইসকন মন্দিরও গিয়েছেন ।সেখানে তাদের সঙ্গে কথা বলেছেন ।তবে এদিন বেশি কিছু তিনি এ বিষয়ে বলতে চাননি।