আগরতলা : কাউন্ট ডাউন শুরু। হাতে আর মাত্র এক মাস। এর পরেই দুর্গা পুজার আনন্দে মেতে উঠবেন দেবী দুর্গার আরাধনায়। প্রতিবছরই বাড়ছে আগরতলা শহর ও আশপাশ এলাকায় পূজোর সংখ্যা । পুজো শেষে দশমীতে প্রতিমা ভাসানে বিভিন্ন ঘাট গুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যেই আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট ভাসান স্থল আধুনিকীকরণ করার কাজ চলছে দ্রুত গতিতে। এবছর পুজোর আগে সমাপ্ত হবে এর কাজ। পাশাপাশি বিভিন্ন শহরতলিতে প্রতিমা ভাসানের ঘাট গুলি উন্নয়নেও নজর দিয়েছে পুর নিগম। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়ক মিনারানী সরকার , পুর নিগমের কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর অঞ্জনা দাস গজারিয়া এলাকায় হাওড়া নদীতে ভাসান স্থল ঘুরে দেখেন। সেখানে শহর দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০ টি প্রতিমা প্রতি বছর দশমীতে নিরঞ্জন করা হয়। ফলে জায়গাটির উন্নয়নের প্রয়োজন রয়েছে। সে কারণে এদিন মেয়র জায়গাটি পরিদর্শন করেন এবং পূজোর আগেই প্রতিভা ভাসানে যেন কোন প্রকার অসুবিধায় পড়তে না হয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
গজারিয়ায় প্রতিমা ভাসান ঘাট পরিদর্শন মেয়রের
206
previous post