বাধারঘাট এলাকায় মাটি সংগ্রহে মেয়র- বিধায়ক

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ‘আমার মাটি আমার দেশ’কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবারও রাজ্যের বিভিন্ন বুথ ও মন্ডল এলাকার বাড়ি বাড়ি মাটি সংগ্রহ করা হয়। যা কিনা পরে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে দিল্লি পাঠানো হবে। দিল্লিতে যে অমৃত বাটিকা তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে এই মাটি। তারই অঙ্গ হিসেবে বুধবার বাধারঘাট এলাকায় মাটি সংগ্রহ করা হয়। মেয়র দীপক মজুমদার এলাকার বিধায়ক মিনা রানী সরকার, কর্পোরেটর বাপি দাস কর্পোরেটর অঞ্জনা দাস, মণ্ডল সভাপতি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে থেকে মাটি সংগ্রহ করেন। মেয়র বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে । উদ্দেশ্য একটাই এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। মেয়র বলেন, জাতি- ধর্ম নির্বিশেষে প্রত্যেকের বাড়ি থেকে মাটি সংগ্রহ করা। প্রধানমন্ত্রীর যে সংকল্প তাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই প্রয়াস। সমস্ত জাতি নির্বিশেষে সকলে এক ভারত বর্ষে আছেন এটা প্রমাণ করার জন্য অমৃত বাটিকা তৈরি করা হচ্ছে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের