রাজ্যজুড়ে মহাধূমধামে পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মা পূজা

আগরতলা : রাজ্যজুড়ে মহাধূমধামে হয় দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। অফিস-কাছারি, বাড়ি ঘর থেকে শুরু করে বিভিন্ন যান শ্রমিক সংগঠনের অফিস, কল কারখানায় পুজিত হন দেবশিল্পী। বিশ্বকর্মা পুজো। আর তার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আয়োজন। যদিও এবার এক মাসের বেশি সময় রয়েছে দুর্গাপুজোর। তবু উৎসবের শুরু হয়েই যাবে বিশ্বকর্মা পুজোর হাত ধরেই।বিশ্বকর্মাকে সৃষ্টির দেবতা মনে করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন মানুষ পূজা করেন আনন্দে সকলে গা ভাসান।হিন্দুধর্মে ভগবান বিশ্বকর্মার পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মার জন্মদিন বিশ্বকর্মা পূজা এবং বিশ্বকর্মা জয়ন্তী হিসেবে পালিত হয়। এই উৎসব ইঞ্জিনিয়ারিং, পেইন্টিং এবং মেশিনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ উৎসব। প্রতিবছরের মতো এবছরও সাড়ম্বরে হয় পূজা। সোমবার সকাল থেকে সর্বত্র চলে সাধ ও সাধ্যের মধ্যে দেবশিল্পীর আরাধনা।ব্যবসার শ্রীবৃদ্ধি, শ্রমিক সহ সকলের মঙ্গল কামনায় পুজিত হয়ে থাকেন বিশ্বকর্মা। এদিন দেবশিল্পীর আরাধনায় ব্রতী হন অন্য বছরের মতো রাজধানীর বিভিন্ন মোটর শ্রমিক ও যান বাহন মালিক সংগঠনগুলিও। অনেকে আবার বাড়িতেও ব্যক্তিগত ভাবে পূজা করে থাকেন। আট থেকে আশি সকলেই মেতে উঠেন আনন্দে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে