টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়নে দেবশিল্পীর আরাধনা

আগরতলা : দেবশিল্পী বিশ্বকর্মা পুজার আরাধনা হয় ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটেলিয়নেও।সঠিক সময়ে সঠিকভাবে আগ্নেয়াস্ত্রগুলি যাতে কাজ করে সেজন্য প্রতিবছর এই পূজা করে হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সোমবার ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বিতীয় ব্যাটেলিয়নের এম টি প্ল্যাটুন ক্যাম্পে হয় পূজা। এদিন সকালে নিয়ম মেনেই হয় দেবশিল্পীর আরাধনা। একই সঙ্গে যানবাহনের পাশাপাশি জওয়ান- আধিকারিকদের ব্যবহৃত অস্ত্রগুলি পূজা করা হয়। জওয়ান-আধিকারিকরা জানান, সঠিক সময়ে যাতে যানবাহন ও অস্ত্র গুলি ব্যবহার করার সময় কোন ব্যাঘাত না ঘটে সেজন্যই এই অস্ত্র গুলির পূজা দেওয়া হয়। বিশ্বকর্মা পুজাকে ঘিরে জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে