বিধানসভায় ৭ জুলাই পেশ হবে বাজেট অধিবেশন

আগরতলা : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে ৭ জুলাই। প্রথম দিনই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। শনিবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক হয় বিধানসভায়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল,মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। বৈঠক শেষে অধ্যক্ষ জানান, এবারের বাজেট অধিবেশন বসবে ৪ দিন। ৭ তারিখ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। অধিবেশন বসবে ৭, ১০, ১২ ও ১৩ তারিখ। অধিবেশনে আসবে দুটি বিল।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী