ট্রেনে করে অবৈধভাবে পিস্তল আনার সময়ে আটক এক

আগরতলা : শুধু নেশা সামগ্রীই নয়, রাজ্যে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্রও নিয়ে আসা আসছে ট্রেনে করে পাচারকারীরা। ফের বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার এক রাজ্যের যুবক। জানা গেছে সোমবার লামডিং থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে কমলাসাগরের দেবীপুরের উত্তর কেনানিয়া এলাকার দীপঙ্কর সেন নামে এক যুবক।কে বা কারা জিরানিয়া রেল ষ্টেশনে আসার পরেই এক্সপ্রেসের ট্রেনের চেইন টানে। তড়িঘড়ি আর পি এফ জওয়ানরা তল্লাশি চালান। তারা যাত্রীদের ব্যাগে তল্লাশি শুরু করতে দীপঙ্কর সেন নামে যুবকের ব্যাগে পান দুটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন। দুটি পিস্তলের মধ্যে একটি আমেরিকা ও অপরটি চিনের তৈরি। ধারণা পাচারের জন্যই এগুলি নিয়ে আসা হচ্ছিল।রেল পুলিস ঘটনার তদন্ত করছে। ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।এভাবে আগ্নেয়াস্ত্র ট্রেনে করে নিয়ে আসার ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে