ট্রেনে করে অবৈধভাবে পিস্তল আনার সময়ে আটক এক

আগরতলা : শুধু নেশা সামগ্রীই নয়, রাজ্যে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্রও নিয়ে আসা আসছে ট্রেনে করে পাচারকারীরা। ফের বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার এক রাজ্যের যুবক। জানা গেছে সোমবার লামডিং থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে কমলাসাগরের দেবীপুরের উত্তর কেনানিয়া এলাকার দীপঙ্কর সেন নামে এক যুবক।কে বা কারা জিরানিয়া রেল ষ্টেশনে আসার পরেই এক্সপ্রেসের ট্রেনের চেইন টানে। তড়িঘড়ি আর পি এফ জওয়ানরা তল্লাশি চালান। তারা যাত্রীদের ব্যাগে তল্লাশি শুরু করতে দীপঙ্কর সেন নামে যুবকের ব্যাগে পান দুটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন। দুটি পিস্তলের মধ্যে একটি আমেরিকা ও অপরটি চিনের তৈরি। ধারণা পাচারের জন্যই এগুলি নিয়ে আসা হচ্ছিল।রেল পুলিস ঘটনার তদন্ত করছে। ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।এভাবে আগ্নেয়াস্ত্র ট্রেনে করে নিয়ে আসার ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী