218
আগরতলা : হাওড়া নদীর দশমীঘাটে প্রতিবছর প্রতিমা নিরঞ্জন হয়। রাজধানীর সবচেয়ে বড় প্রতিমা নিরঞ্জন ঘাট হল এটি। এখন এই এলাকায় স্মার্ট প্রকল্পে কাজ চলছে। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে কর্পোরেটর ও কমিশনারকাজ খতিয়ে দেখতে যান।সঙ্গে ছিলেন সদর মহকুমা প্রশাসনের লোকজন। তারা সমস্ত কিছু খতিয়ে দেখেন। মেয়র পরে জানান, কাজের দায়িত্বে থাকা সংস্থার লোকজনের সঙ্গে কথা বলেছেন। মহালয়ার আগে যাতে কাজ শেষ হয় সেবিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে, যাতে সুন্দর ভাবে প্রতিমা নিরঞ্জন করা যায়। এবছরও ক্রেনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে। চেষ্টা থাকবে আগের বছরের তুলনায় ভালো করার।