মন্ত্রিসভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রি সুশান্ত চৌধুরী

আগরতলা : সরকারি বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও বিভিন্ন দপ্তরে পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মহাকরণে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান আট জনকে স্পোর্টস অফিসার গ্রুফ-ডি গেজেটেড পদে নিয়োগ করা হবে। টিপিএসসি-র মাধ্যমে এই পদ গুলি পূরণ করা হবে। ৫০ টি শূন্যপদ পূরন করা হবে জনজাতি কল্যাণ দপ্তর ও এসসি কল্যাণ দপ্তরের অধিন স্থির সুপারভাইজার গ্রুপ-সি পদে ।বুধবার রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মন্ত্রী সিদ্ধান্তের কথা জানতে গিয়ে বলেন ৩০ কোটি টাকা ব্যয় করা হবে চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে প্রথম বছরে। রেজিস্ট্রেশন করা হবে দপ্তরের মাধ্যমে সুবিধাভোগীদের। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিন ১২৫ জন স্কুল লাইব্রেরিয়ান নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান । এছাড়াও মন্ত্রী সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী