আগরতলা : প্রায় সাড়ে চার কোটি টাকার স্বর্ণালঙ্কার সহ আগরতলা রেল স্টেশনে আটক বহিঃরাজ্যের দুই যুবক। যদিও তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র। দুইজনকেই কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়।সমস্ত বিষয় খতিয়ে দেখবে কাস্টমস।তিন মাসের বিশেষ অভিযান চলছে বিভিন্ন জায়গার সঙ্গে বাধারঘাট রেল স্টেশনেও। অবৈধ কোন কিছু রয়েছে কিনা তা প্রতিদিনের মতো বৃহস্পতিবার যাত্রীদের লাগিজে তল্লাশি চালাচ্ছিলেন আর পি এফ, জি আর পি। সঙ্গে স্টেশনে ছিলেন টি এস আর, বি এস এফ। তল্লাশি চালানোর সময়ে দুই বহিঃরাজ্যের ব্যাক্তির ব্যাগে পাওয়া যায় স্বর্ণালঙ্কার। প্রায় সাড়ে সাত কেজি ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যদিও ধৃত দুই যুবক নিজেদের কাছে থাকা স্বর্ণালঙ্কারের বৈধ নথিপত্র দেখাতে পেরেছেন। এবং তারা জানিয়েছেন বিভিন্ন জায়গায় জুয়েলারিতে এসব বিক্রি করেন। ১৭ সেপ্টেম্বর এই দুইজন ত্রিপুরায় এসেছিলেন। বৃহস্পতিবার গৌহাটি যাচ্ছিলেন। সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য স্বর্ণালঙ্কার সহ দুইজনকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়। এদিন আটক করা স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানা গেছে।
স্বর্ণালঙ্কার সহ ধৃত দুই যুবক কাস্টমসের হেফাজতে
167
previous post