২৬ সেপ্টেম্বর গণঅবস্থান

আগরতলা : কৃষি শ্রমিকদের একাধিক দাবি নিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আন্দোলন যাচ্ছে।এই আন্দোলন কর্মসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর তিন ঘন্টার গন অবস্থানে সংগঠিত করবে সংগঠন।শুক্রবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন শ্রমজীবী মানুষের অবস্থা ভয়াবহ, তাদের কাজের দাবিতে সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলনে নামা হচ্ছে।রেগায় আকাশ ছোঁয়া দুর্নীতি যা সোস্যাল অডিটে স্পষ্ট হয়েছে বলে অভিযোগ উনার।এই দুর্নীতির আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ।তিনি বলেন এছাড়া বছরে ২০০ শ্রম দিবস সৃষ্টি করা,শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করা, যে সমস্ত শ্রমিকের বয়স হয়েছে তাদের তিন হাজার টাকা পেনশন দেবার দাবি রয়েছে সংগঠনের।ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভানু লাল সাহা বলেন এই দাবি তো জানানো হবেই সেই সাথে যে কথাটা বলার তা হল ২০০৪ সালের থেকেই কেন্দ্রীয় বাজেটের ৪ শতাংশ টাকা রাখতে হবে সেটাই আইন। বর্তমান সরকার তা কমিয়েই চলছে।বর্তমানে ৭৩ হাজার কোটি টাকাতে নামিয়ে এনেছে যা গত বছর থেকেও কম। ফলে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই তাই ২৬ শের গণঅবস্থান । উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতিও।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি