২০১১- র সেনসাস অনুযায়ী এখনই আসন সংরক্ষণের দাবি কংগ্রেসের

আগরতলা : ২০২৪ সাল থেকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল বাস্তবায়নের দাবি জানিয়েছে কংগ্রেস।শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ । কংগ্রেসের সর্বভারতীয় কমিটির পরামর্শ মতে ৩৩ শতাংশ মহিলা স্নগ্রকঝন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ২০১১ সালের যেহেতু জাতিভিত্তিক আদম সুমারি রয়েছে সেই তথ্য মোতাবেক কতটি আসন কোথায় তা হবে তা নির্ণয় করা যেতে পারে। ও বি সি সম্প্রদায়ের মহিলাদের জন্য আসন সংরক্ষণের দাবি জানানো হয়।এটাই কংগ্রেসের দীর্ঘ দিনের দাবি। তিনি বলেন, কংগ্রেস দাবি করছে ২০১১ সালের আদম সুমারি দিয়ে এখনই এটা চালুর।পরবর্তী সময়ে জনগণনা অনুযায়ী আসন বৃদ্ধি কিংবা কমানো যেতেই পারে। সুদীপ বাবু বলেন, ও বি সি অংশের লোকজন এটা ভুগছেন। ও বি সি সম্প্রদায়ের লোকজন শিক্ষা, কর্ম সংস্থানের ক্ষেত্রে বঞ্ছনার শিকার। এটা কংগ্রেস মেনে নিতে পারছে না বলে জানান সুদীপ রায় বর্মণ।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM