প্রয়াত কবিতা বেহেনজি

আগরতলা : রাজযোগিনী ব্রক্ষাকুমারি কবিতা বেহেনজির প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া। শুক্রবার প্রয়াত হন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ও বাংলাদেশের মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজি।এদিন রাজধানীর আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টারে কবিতা বেহেনজি প্রয়াত হন।তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সস্ত্রিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ বিশিষ্টজনেরা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লোকজন সেখানে ভিড় করতে থাকেন।কান্নায় ভেঙে পড়েন অনেকেই মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজির প্রয়াণে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর হাত ধরেই ত্রিপুরায় ১৬ টি প্রজাপিতা ব্রক্ষ্মাকুমারি ইশ্বরিয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার খোলা হয়েছে। এদিন কবিতা বেহেনজিকে শেষ শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কবিতা বেহেনজির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।অন্যদিকে শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM