আগরতলা : সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা, ছেলে-মেয়েরা যাতে সুস্থ সংস্কৃতি নিয়ে চলে সেই বার্তায় আগরতলা হতে যাচ্ছে দুই দিন ব্যাপী স্ম্রপ্তি উৎসব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজকরা। খুম্পুই কালচারাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রতি উৎসব। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাঞ্চালী দেববর্মা, অরুন দেববর্মা, বিকাশ দেববর্মা সহ অন্যরা। সম্প্রীতি উৎসবে শুধু জনজাতি নয়, বাংলাই- মনিপুরীদেরও নাচ- গান থাকবে। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন সকলে। দুই দিনের উৎসবে থাকবে খাব্রের স্টলও। ৬১ জন উৎসবে অংশ নেবেন। শনিবার এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। যুব সমাজ যেভাবে নেশার কবলে তলিয়ে যাচ্ছেন তাদেরকে সংস্কৃতির প্রতি উৎসাহিত করে সম্পত্তির বার্তা দেওয়ায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ।