আগরতলা : রাজ্যের কোনায় কোনায় যে মহিলা খেলোয়াড়রা রয়েছেন তারা যাতে আরও বৃহত্তর জগতে খেলার সুযোগ পায়, এর জন্য রাজ্য সরকার আন্তরিক ভাবে প্রয়াস চালিয়েছে। শুক্রবার রাজধ্নাইর প্রজ্ঞাভবনে এক আলোচনা চক্রে একথা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। খেলাধুলায় মহিলা। শীর্ষক এক সেমিনার হয় প্রজ্ঞাভবনে। জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের তরফে হয় এই সেমিনার। একদিবসিয় এই সেমিনারে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্জ অরুনোদয় সাহা সহ অন্যান্যরা। সেমিনারে বিভিন্ন মহিলা খেলোয়াড় সহ ছাত্রীরা অংশ নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ক্রীড়া বিশেষজ্ঞরা অংশ নেন। সংবর্ধনা জানানো হয় মণ্টু দেবনাথ সহ ৪ ক্রীড়াবিদকে। সেমিনারের দ্বিতীয় ধাপে মতবিনিময় হয় বিভিন্ন বিষয়ে।খেলাধুলায় নারীদের সমর্থন ও ক্ষমতায়নের জন্য কি করা যায়,ক্রীড়ায় নারী: অগ্রগতি এবং সম্ভাবনার যাত্রা”।ক্রীড়া ক্ষেত্রে নারীদের সমস্যা ও চ্যালেঞ্জ সহ বিশেষজ্ঞরা আলোচনা করেন।