ক্রীড়ায় মহিলারা শীর্ষক সেমিনার

আগরতলা : রাজ্যের কোনায় কোনায় যে মহিলা খেলোয়াড়রা রয়েছেন তারা যাতে আরও বৃহত্তর জগতে খেলার সুযোগ পায়, এর জন্য রাজ্য সরকার আন্তরিক ভাবে প্রয়াস চালিয়েছে। শুক্রবার রাজধ্নাইর প্রজ্ঞাভবনে এক আলোচনা চক্রে একথা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। খেলাধুলায় মহিলা। শীর্ষক এক সেমিনার হয় প্রজ্ঞাভবনে। জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের তরফে হয় এই সেমিনার। একদিবসিয় এই সেমিনারে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্জ অরুনোদয় সাহা সহ অন্যান্যরা। সেমিনারে বিভিন্ন মহিলা খেলোয়াড় সহ ছাত্রীরা অংশ নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ক্রীড়া বিশেষজ্ঞরা অংশ নেন। সংবর্ধনা জানানো হয় মণ্টু দেবনাথ সহ ৪ ক্রীড়াবিদকে। সেমিনারের দ্বিতীয় ধাপে মতবিনিময় হয় বিভিন্ন বিষয়ে।খেলাধুলায় নারীদের সমর্থন ও ক্ষমতায়নের জন্য কি করা যায়,ক্রীড়ায় নারী: অগ্রগতি এবং সম্ভাবনার যাত্রা”।ক্রীড়া ক্ষেত্রে নারীদের সমস্যা ও চ্যালেঞ্জ সহ বিশেষজ্ঞরা আলোচনা করেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল