সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

আগরতলা : ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মহিলাদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে কর্মশালা। সাইবার নিরাপত্তা বিষয়ক এই কর্মশালা শুক্রবার হয় আগরতলা রাজ্য অতিথিশালায়।কাটস ইন্টারন্যাশনালের উদ্যোগে ও ইউ এস কনস্যুলেট কলকাতার সহায়তায় হয় মহিলা উদ্যোগীদের নিয়ে একদিনের কর্মশালা।সি- ড্যাক ইন্ডিয়ার প্রতিনিধিরা প্রশিক্ষণ দেন। উপস্থিত ছিলেন কাটস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টার অর্ণব গাঙ্গুলী সহ অন্যরা। ক্রমবর্ধমান ই-ব্যবসায় ফোকাস করার আহ্বান রাখা হয় মহিলা উদ্যোক্তাদের। পাশাপাশি কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদের সংস্থাকে বাঁচিয়ে রাখবে সেইসব বিষয়ে আলোচনা হয়। ভারতবর্ষে প্রায় ছয় কোটি এম এস এম ই আছে। তার মধ্যে ৩০ শতাংশ হচ্ছে মহিলা পরিচালিত। ২০২০ সালে যখন করোনার ভয়াবহতা বৃদ্ধি পায় সেই সময় এই এমএসএমই গুলি তাদের ব্যবসা অনলাইনে শুরু করে। সেই সময় এক লক্ষ 88 হাজার এম এস এম ই সাইবার অপরাধের শিকার হয়। সাইবার অপরাধীরা যেন মহিলা উদ্যোগীদের বোকা বানাতে না পারে তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে সেইসব বিষয়ে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয় এবং তাদের সচেতন করা হয়।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM