আগরতলা : যারা ছেড়ে চলে গেছে, কথা বলতে চাইছেন না তাদের শত্রু ভাববেন না। তাদের গালমন্দ দেওয়ার প্রয়োজন নেই। কথা বলার সুযোগ থাকলে বলবেন। কাজেই যে শক্তি রয়েছে একে সংহত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুণ। এর জন্য কর্মসূচী উপস্থিত করা হয়েছে।কর্মসূচীকে সফল করার চেষ্টা করতে হবে। শনিবার আগরতলা টাউন হলে এক কনভেনশনে একথা বললেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলিত ও শশিত মানুষের উপর বঞ্চনা এবং নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বানে সাংবিধানিক অধিকার ও সামাজিক ন্যায়ের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বানে এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য ভিত্তিক কনভেনশন হয় আগরতলা টাউন হলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় সম্পাদক রামচন্দ্র ডোম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস, ঝর্ণা দাস বৈদ্য, দিলিপ দাস সহ অন্যরা। কনভেনশনে আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, এখানে সংগ্রামের ময়দানে মানুষকে যতবেশি সমবেত করা যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মঞ্চ থেকে বিজেপিকে হঠানোর জন্য যে লড়াইয়ের বার্তা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের ভুমিকা সেটাকে শক্তি যোগাবে। আলোচনা করতে গিয়ে রামচন্দ্র ডোম মোদী জমানায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন।
সংগ্রামের ময়দানে বেশি করে মানুষকে সমবেত করার বার্তা মানিকের
188
previous post