আগরতলা : মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ বিল পাস করানোয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।বহু প্রতীক্ষিত মহিলা ৩৩ শতাংশ সংরক্ষণ বিল সম্প্রতি নতুন সংসদ ভবনের বিশেষ অধিবেশনে পাস হয়েছে। লোকসভার পড়ে রাজ্য সভায়ও পাস হয় এই বিল। এখন তা রুপায়নের পালা। এই বিল পাস হওয়ায় প্রধান মন্ত্রী অভিনন্দন জানিয়ে রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেকর্ড গড়ছেন আবার নিজের রেকর্ড নিজে ভাঙছেন। সংরক্ষণ বিল পাস হওয়ায় এটা দেশের মহিলাদের বিশাল একটা সাফল্য। এই বিলের জন্য অনেক মহিলাই লড়েছেন।প্রতিমা ভৌমিক বলেন মহিলাদের কাছে দায়িত্ব থাকলে দুর্নীতি অনেক কম হবে।সরকারের কাজ গুলি দ্রুত গতিতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাবে। দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। মহিলারা শুধু ত্রি-স্তর পঞ্চায়েত, জেলা পরিষদ, নগর পঞ্চায়েত নয়, বিধানসভা,লোকসভায় নীতি নির্ধারণের জন্য মহিলা ভুমিকা পালন করবেন।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রতিমার
173
previous post