এন সি সি ফেস্টিভ্যাল শুরু

আগরতলা : এনসিসি ক্যাডেটদের অনুপ্রাণিত করা তাদের কাজকর্ম মানুষের সামনে তুলে ধরা-ই লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার শুরু হয়েছে এন সি সি ফেস্টিভ্যাল। ত্রিপুরায় প্রথম বারের মতো হচ্ছে এই উৎসব। রবিবার দুই দিন ব্যাপী উৎসবের সূচনা হয় আগরতলা টাউন হলে। রাজ্যের বিভিন্ন কলেজ থেকে এন সি সি ক্যাডেটরা এতে অংশ নেন। বিভিন্ন কর্মসূচী থাকবে দুইদিন। উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে  উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা, এনসিসি ত্রিপুরার কমান্ডেন্ট এম এ রাজমানার সহ অন্যান্য আধিকারিকরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে