আগরতলা : ভারতবর্ষকে সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের মাধ্যমে। এই রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতে অংশ নেন। বিভিন্ন বিষয় তুলে ধরেন মন কি বাতের মাধ্যমে। অজানাকে জানার সুযোগ হয় প্রধানমন্ত্রীর মন কি বাতের মধ্য দিয়ে। এই মাসের শেষ রবিবারে মন কি বাত শোনার জন্য মুখ্যমন্ত্রী যান প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৯ নম্বর ওয়ার্ডের ২৮ নম্বর বুথে। সেখানে দলীয় কর্মী-কার্যকর্তাদের সঙ্গে বসে মন কি বাত শুনেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস, মণ্ডল সভাপতি সহ অন্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এদিন প্রধানমন্ত্রী তুলে ধরেছেন শান্তিনিকেতন, বেলুর মঠের কথা। প্রধানমন্ত্রী এদিন পুজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন। আগামী রবিবার ২ অক্টোবর যাতে সকলে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন সেই আহ্বানও প্রধানমন্ত্রী এদিন রেখেছেন। বিভিন্ন বিষয় উঠে এসেছে মন কি বাতে।