অটোরিক্সায় মিলল প্রচুর এসকাফ ও ফেন্সিডিল

আগরতলা : নেশার রমরমা ছোট্ট রাজ্য ত্রিপুরায়। এখান থেকে অবৈধ ভাবে নেশা কারবারিরা যেমন বাঁকাপথে বহিঃরাজ্যে গাঁজা পাচার করছে ঠিক তেমনি বহিঃ রাজ্যথেকে ত্রিপুরায় অবৈধ ভাবে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী। অভিযোগ এই রাজ্যকে করিডোর করে বাংলাদেশেও পাচার হচ্ছে নেশাসামগ্রী। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অনেক ক্ষেত্রে এসবের বিরুদ্ধে সাফল্যও পাচ্ছে পুলিস। রবিবার সকালে সাফল্য পেল এডি নগর থানার পুলিস।এদিন এ ডি নগর থানায় খবর আসে বাধারঘাট রেল স্টেশন থেকে অটো রিক্সায় করে নেশা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বাধারঘাট চৌমুহনীতে উৎ পেতে বসে পুলিস। একটি অটোরিক্সা আটক করে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৩৭৫ বোতল এসকাফ। গ্রেপ্তার করা হয় চারজনকে। এদের মধ্যে দুইজন বিহারের। আর একজনের খেজুরবাগান। অন্যজন চালক। তাদের থানায় এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। ঘটনার খবর পেয়ে এ ডি নগর থানায় যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, এসডিপিও আশিস দাশগুপ্ত।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস