বনমালিপুরে বসল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি

আগরতলা : আগরতলা পুর নিগম সমস্ত কিছু বিবেচনা করে শহরকে সুন্দর করার চেষ্টা করছে। রবিবার বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে একথা বললেন পুর নিগমের দীপক মজুমদার। রাজধানীর বনমালিপুর দীঘির দক্ষিণ পাড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির বসানো হয়।বনমালিপুর সবুজায়নে এর উদ্যোগে ও আগরতলা পুর নিগমের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে মূর্তিটি। ব্যয় হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।রবিবার স্কাল;এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আবরণ উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সাহিত্যিক দেবব্রত দেবরায় সহ এলাকার বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র বলেন, পুর নিগম চাইছে সমস্ত কাজের সঙ্গে এলাকার কিংবা শহরের লোক জড়িত থাকেন। তিনি বলেন সরকারি সিদ্ধান্ত রুপায়ন করতে গেলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। মূর্তি বসানো নিয়ে মেয়র বলেন, উদ্দেশ্য হল নতুন প্রজন্ম ও আগামী প্রজন্ম যাতে রবি ঠাকুর সম্পর্কে জান।রবীন্দ্র চিন্তাভাবনা নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী