রাজধানীতে ফের রাতের আঁধারে ভাঙ্গা হলো একের পর এক গাড়ি

আগরতলা : রাতের আগরতলা শহর কি নিরাপদ নয়? ফের স্মার্ট সিটির বাসিন্দাদের মনে উঠছে এ প্রশ্ন। রাতের আধারে চুরি ছিনতাই এর ঘটনাই শুধু নয়। ভাঙচুর করা হচ্ছে রাস্তার পাশে থাকা গাড়িতে। এই সংস্কৃতি ফের মাথাছাড়া দিয়ে উঠছে স্মার্ট সিটিতে। শনিবার রাতে এমনই ঘটনা ঘটল রাজধানীর জগন্নাথ বাড়ি এলাকায়। অভিযোগ রাতের আঁধারে কে বা কারা রাস্তার পাশে থাকা চার চারটি গাড়ির গ্লাস ভাঙচুর করে দিয়ে যায়। শুধু গাড়ি নয় একটি বাড়ির গ্লাসও ভাঙ্গা হয় ।তবে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ইট দিয়ে এগুলি ভাঙ্গা হচ্ছে । রবিবার সকালে ঘটনা নজরে আসতেই জগন্নাথ বাড়ি এলাকায় চাঞ্চল ছড়ায় ।ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম থানার পুলিশ ।তারা পুরো ঘটনা খতিয়ে দেখে মামলা নিয়ে তদন্ত করছে ।স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাতের আঁধারে কিভাবে দুষ্কৃতকারীরা এ ধরনের অপরাধ সংঘটিত করছে। প্রশ্ন উঠছে রাতের বেলা স্মার্ট সিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ।পুলিশী টহল দারি নিয়েও সচেতন মহলে উঠছে প্রশ্ন ।দাবি উঠেছে এসব ঘটনা বন্ধে পুলিশের আরও কঠোর নজরদারির।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস