গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ মাশুল বেড়েছে- রতন

বিদ্যুৎ মাশুল

চারিদিকে বিরোধিতা শুরু হয়েছে খবর চাউর হতেই। প্রতিবাদে সর্ব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। রাস্তায় নেমে শুরু হয়েছে প্রতিবাদ। রাজ্যবাসির মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবশেষে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির কারণ ব্যাখ্যা করলেন সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ  রতন লামন্ত্রীল নাথ। মঙ্গলবার বিকেলে মহা করণে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। মন্ত্রী এদিন দাবি করেন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ মাশুল। তবে তিনি বলেন বিদ্যুৎ মাশুল না বারলে তিনিও খুশি হতেন। এক প্যসাও বৃদ্ধি নাহলে ভালো হতো। ২০২২-২৩ অর্থ বর্ষে গ্যাসের দাম বেড়েছে। তিনি জানান মাশুল বৃদ্ধি নিয়ে বিদ্যুৎ নিগম ও রাজ্য সরকারের কোন কথা বলার সুযোগ নেই। তিনি এদিন সিপিএম এর সমালোচনা করে দাবি করেন পূর্বতন বাম সরকারের সময়ে ২০০৬-০৭ অর্থ বছর থেকে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত বিদ্যুৎ মাশুল ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।এদিকে এদিন মন্ত্রী বিদ্যুতের চাহিদা নিয়ে বলতে গিয়ে জানান পুজার সময়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা থাকতে পারে ৩৮০ মেগাওয়াট। এই বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র