দায়িত্ব গ্রহণ করলেন মহিলা কমিশনের নতুন চেয়ারপার্সন

আগরতলা : মুখ্যমন্ত্রী যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন সেটা যেদিন সঠিক ভাবে পালন করতে পারলেই নিজে সন্তুষ্ট হবেন। বিশাল বড় গুরু দায়িত্ব অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করে একথা বললেন ঝর্ণা দেববর্মা। প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মাকে নতুন চেয়ারপার্সন করা হয় ত্রিপুরা মহিলা কমিশনের। তিনি হলেন এই কমিশনের সপ্তম চেয়ারপার্সন। ১৯৯৪ সালে এই কমিশন গঠিত হয়। বুধবার তিনি বিদায়ী চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।নতুন চেয়ারপার্সনকে স্বাগত জানান কমিশনের বিদায়ী চেয়ারপার্সন সহ অন্য কর্মীরা।এদিকে নতুন চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সংবর্ধনা দেন বিদায়ী চেয়ারপার্সনকে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে