আগরতলা : দেশের মধ্যে চতুর্থ রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হল ই-ক্যাবিনেটরাজ্যে চালু হল ই-ক্যাবিনেট। উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং অরুনাচল প্রদেশের পর ত্রিপুরা হচ্ছে দেশের চতুর্থ রাজ্য যেখানে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য- সদস্যা, রাজ্য পুলিসের মহানির্দেশক, মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সংবর্ধনা দেওয়া হয় যারা ১০০ শতাংশ ই – অফিস সাফল্য অর্জন করেছেন তাদেরকে।মোট ৯৪ টি দপ্তরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার মধ্যে আজ ৪১ টি দপ্তর কমপ্লিট করায় তাদের সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী।ডিজিটাল ভারত’ এই প্রচারাভিযানকে সফল করার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত দপ্তরে ই-ফাইল এবং ই-অফিস ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয় এবং তা দ্রুত রূপায়নের উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকার সারা রাজ্যে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছে। ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের অঙ্গ হিসাবে রাজ্য সরকার ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরাখন্ড রাজ্যে চালু হওয়া এই মডেলের অনুকরণে রাজ্যেও ই-ক্যাবিনেট ব্যবস্থাটি চালু করা হয়েছে।এই ব্যবস্থাটি চালু হওয়ার ফলে রাজ্যে ক্যাবিনেট বৈঠক কাগজবিহীনভাবে সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন এই ব্যবস্থা চালু হওয়ায় আগামী প্রজন্মের জন্যও সুবিধা হবে। মাউসে ক্লিক করলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে।ই- ফাইল, ই- অফিস চালুর ফলে থাকবে না কাগজের প্রচুর ফাইলের পাহাড়।
রাজ্যে চালু হল ই-ক্যাবিনেট
দেশের মধ্যে চতুর্থ রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হল ই-ক্যাবিনেট
298
previous post