দিল্লি : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পেরিয়েছে প্রায় ১ মাস। এবার দুর্ঘটনার রিপোর্ট দিল কমিশনার অব রেলওয়ে সেফটি। রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনাটি পুরোপুরি ‘হিউম্যান এরর’। সিগন্যালিং বিভাগের কর্মীদের ভুলেই এই মর্মান্তিক কাণ্ড।
গত ২ জুন সন্ধেয় তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৯০ জন। সেই দুর্ঘটনার তদন্তভার পেয়েছে সিবিআই। সিবিআই তদন্তের মাঝেই রিপোর্ট দিল কমিশনার অব রেলওয়ে সেফটি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল না। কর্মীদের ভুলেই এই ঘটনা। শোনা যাচ্ছে, ঘটনার পিছনে অফিসারদের অবহেলা একটি কারণ। যাদের গাফিলতির চিহ্ন মিলেছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রেল। তবে এখনও সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ্যে আনেনি রেল। সিবিআইও এখনও রিপোর্ট দেয়নি। ফলে এখনও গোটা বিষয়টা স্পষ্ট নয়।