পুজার আগেই আগরতলা- মুম্বাই এক্সপ্রেস চালু হচ্ছে ,নতুন আরেকটি এক্সপ্রেস ট্রেন পেল ত্রিপুরা। ত্রিপুরার সঙ্গে মুম্বাইয়ের মধ্যে চালু হতে যাচ্ছে লোকমান্য তিলক কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকালে আগরতলা স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। মুম্বাই থেকেও সপ্তাহে আসবে একদিন। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত চলাচল শুরু হবে দুর্গা পুজার আগেই। মন্ত্রী জানান, এই ট্রেনটি আগরতলা থেকে মুম্বাই গিয়ে পৌছবে ৫৫ ঘণ্টা। আগরতলা থেকে গৌহাটির মধ্যে ৭ টি স্টেশনে থামবে ট্রেনটি। তিনি জানান, বাইরের পর্যটকরা যেমন রাজ্যে আসতে পারবেন তেমনি লাভবনা হবেন রাজ্যের মানুষ। কারণ শিক্ষা, চিকিৎসা ক্ষ্বেত্রে বহু মানুষ, পড়ুয়া মুম্বাই যান। মন্ত্রী সুশান্ত চৌধুরী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। কেন্দ্রে ও রাজ্যে যখন একই সরকার কাজ করে তখন কোন জিনিসই অসম্ভব নয়। এটাই প্রমানিত হয়েছে বলে পরিবহণ মন্ত্রী জানান। প্রধানমন্ত্রীর হীরা মডেলের উপরে দাঁড়িয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। রাজ্য সরকারও উন্নত যোগাযোগ ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে কাজ করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী।
পুজার আগেই আগরতলা- মুম্বাই এক্সপ্রেস চালু হচ্ছে
ত্রিপুরার সঙ্গে মুম্বাইয়ের মধ্যে চালু হতে যাচ্ছে লোকমান্য তিলক কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস
192
previous post