স্বচ্ছতা হি সেবাআগরতলা : স্বচ্ছতা হি সেবা” কর্মসূচীর অঙ্গ হিসেবে রবিবার আগরতলায়ও কর্মসূচী। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আহ্বানে চলে এক ঘণ্টার শ্রমদান কর্মসূচী। আগরতলায় রাজ্যভিত্তিক স্বচ্ছতা কর্মসূচী হয় এম বি বি চৌমুহনীতে। সেখানে এই স্বচ্ছতা অভিযানে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক, তথ্য- সংস্কৃতি দপ্তরের সচিব সহ অনায়ন্য আধিকারিক ও পুর নিগমের জন প্রতিনিধিরা। তারা ঝাড়ু নিয়ে রাস্তায় সাফাই কর্মসূচীতে শামিল হন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে এবছর ১ ঘণ্টা শ্রমদান করার জন্য সকলের কাছে আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী নিজের ১০৫ তম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে। জাতীর জনককে সম্মান প্রদর্শন করার জন্য রবিবার স্বচ্ছতা কর্মসূচী পালন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল পরিবেশ যেন সৃষ্টি হয়। স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বান প্রধান মন্ত্রী রেখেছেন। সেই দিশায় এদিন কাজ করা হয়।