আগরতলা : স্বনির্ভরতার শ্লোগান নিজেকে আত্ম প্রত্যয়কে দৃঢ় করে তোলে।পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই নিজের ভবিষ্যতকে সুদৃঢ় করে।বুধবার দুর্জয়নগরে হলিক্রস স্কুলে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার হলিক্রস স্কুলে পরিবেশ সংক্রান্ত এক প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসা করে বলেন এই উদ্দেশ্য আখেরে দেশের অগ্রগতির সোপান হিসেবে কাজ করবে।এই প্রতিযোগিতায় যারা যোগ দিয়েছে তাদের উদ্দেশ্যে বলেন শুধু শিক্ষাকে একটা বাঁধাধরা নিয়মে ফেলে দিলে চলে না ।এই ধরনের অনুষ্ঠান অন্য পথকে নিয়ে ভাবতে সাহায্য করে।পরিবেশের ক্ষতি না করে প্রকৃতিকে ব্যবহার করে উন্নয়ন ঘটাতে বিভিন্ন চিন্তা ভাবনা জি 20 সম্মেলনে আলোচনা হয়েছে যা বাস্তব জীবনে প্রয়োগ করে এগিয়ে যেতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।