আগরতলা : পুর কর বৃদ্ধি, ক্ষুদ্য ব্যবসায়ীদের পুজার মুহূর্তে উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামছে কংগ্রেস। ৭ অক্টোবর পুর নিগম অভিযানের ঘোষণা সদর জেলা কংগ্রেসের। বিদ্যুৎ মাসল বৃদ্ধি নিয়ে কংগ্রেসের জেলা ও ব্লক কমিটিকে আন্দোলনে নামার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কমিটির এক বৈঠক হয়। সেই বৈঠকে পুর নিগম এলাকায় সম্পদ কর বৃদ্ধির পাশাপাশি আগরতলা শহরে পূজার আগে যে উচ্ছেদ অভিযান চলছে সেই সব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা।সেই বৈঠকে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে রাজ্যবাসীর কাঁধে অনৈতিকভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পুরো নিগমের সম্পদ বৃদ্ধি যা কোনমতেই মেনে নেওয়া যাচ্ছে না।এসবের প্রতিবাদ জানিয়ে ৭ অক্টোবর পুর নিগম অভিযানে নামছে সদর জেলা কংগ্রেস।
পুর নিগম অভিযান ৭ অক্টোবর কংগ্রেসের
160