দক্ষিনে বিজেপি- আই পি এফ টিতে ভাঙন

আগরতলা : চলতি মাসে দক্ষিণ জেলায় আরও শক্তি বাড়বে কংগ্রেসের। আগামী এক-দেড় মাসের মধ্যে কংগ্রেস এই জেলায় শক্তিশালী বিরোধী দলে পরিণত হতে যাচ্ছে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে দৃঢ়তার সঙ্গে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। জনাজতি এলাকায় ক্রমেই শক্তি বৃদ্ধি করছে কংগ্রেস। চলতি মাসের ২ তারিখ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল ছেড়ে বহু ভোটার কংগ্রেসে যোগ দেন। ফের শনিবার। এদিন জোলাইবাড়ি, মনু বিধানসভা এলাকায় কংগ্রেস ভাঙন ধরায় বিজেপি ও আইপিএফটি দলে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে এসে ১০ জন নেতৃত্ব সাথে ৪৬ জন ভোটার যোগদান করলেন কংগ্রেসে। তাদের মধ্যে বেশিরভাগই যুব অংশের।যোগদানকারীদের বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যরা।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী