সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে হারিয়ে জয়ী এগিয়ে চল সংঘ

DSC 0915

আগরতলা : সুপার চারের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার লালবাহাদুরকে হারিয়ে জয়ী হল এগিয়ে চল সংঘ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চল সংঘ। এদিন সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে ২-০ গোলে পরাজিত করে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে এগিয়ে গেলো এগিয়ে চল সংঘ। সুপার চারের মরন বাঁচার লড়াইয়ে দুই দল মুখোমুখি হয়। ম্যাচে এগিয়ে চল সংঘের হয়ে জোড়া গোল করেন খেলার ১৫ ও ৮৭ মিনিটে মালসুয়াম ডুংগা।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী