সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে হারিয়ে জয়ী এগিয়ে চল সংঘ

আগরতলা : সুপার চারের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার লালবাহাদুরকে হারিয়ে জয়ী হল এগিয়ে চল সংঘ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চল সংঘ। এদিন সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে ২-০ গোলে পরাজিত করে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে এগিয়ে গেলো এগিয়ে চল সংঘ। সুপার চারের মরন বাঁচার লড়াইয়ে দুই দল মুখোমুখি হয়। ম্যাচে এগিয়ে চল সংঘের হয়ে জোড়া গোল করেন খেলার ১৫ ও ৮৭ মিনিটে মালসুয়াম ডুংগা।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল