একগুচ্ছ কর্মসূচী হাতে নিল জি এম পি

আগরতলা : চলতি বছরের ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাস ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে উপজাতি গণ মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি। রবিবার সংগঠনের বৈঠক হয় আগরতলায়। সোমবার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও সংগঠনের তরফে রাজ্য বাসীর প্রতি যে আহ্বান রাখা হয়েছে তা তুলে ধরেন নেতৃত্ব। এদিন সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন জি এম পির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা, নেতৃত্ব প্রণব দেববর্মা সহ অন্যরা। রাধা চরণ দেব বর্মা জানান রাজ্যের ৮ দফা ও স্থানীয় কিছু দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় এক মাস চলবে জনসভা, বাজার সভা ও রেলি। এবছর ঐতিহাসিক জনশিক্ষা দিবসের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি সপ্তাহ ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে সংগঠনের তরফে। জি এম পির সাধারণ সম্পাদক জানান ১১ অক্টোবর গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদান দিবস রাজ্যের মহকুমা অঞ্চল স্তরেও পালন করা হবে। পাশাপাশি তিনি জানান চলতি মাস থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে মতাদর্শগত বিষয়ে শিক্ষা শিবির করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন