রেশনে দেওয়া হবে সরিষার তেল ভর্তুকিতে

আগরতলা : রেশনে সরিষার তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খাদ্য দপ্তর দুর্গা পূজা উপলক্ষে। কার্ড পিছু ১ লিটার করে সরিষার তেল দেওয়া হবে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, ৯ লাখ ৭০ হাজ্র রেশন কার্ড ভোক্তাকে বছরে চারবার ভর্তুকিতে চারবার সরিষার তেল দেওয়া হবে। ১২৮ টাকা দরে সরিষার তেল দেওয়া হবে। মন্ত্রী জানান রাজ্য সরকার এককালীন ১৫ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ১১৩ টাকায় গ্রাহকরা পাবেন ১ লিটার সরিষার তেল।মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন হবে রেশনে সরিষার তেল দেওয়া কর্মসূচীর। পূজা উপলক্ষে বিনা মূল্যে ভোক্তাদের ক্যান ভাস ব্যাগ দেওয়া হবে। এতে থাকবে সরিষার তেল, ১ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ময়দা , ৫০০ সুজি ও ৫০০ গ্রাম আটা। এর দাম পড়বে ৬৮ টাকা ৬৫ পয়সা। খাদ্যমন্ত্রী আরও জানান রাজ্যের ২০৫৬ টি রেশনশপকে মডেল রেশন শপে রূপান্তর করা হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী। প্রথম ধাপে ৬০০ রেশন শপকে মডেল রেশন শপে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী আরও জানান ২ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের অধীনে থাকা ৬৩৫ জন শ্রমিককে দুর্গা পূজা উপলক্ষে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র