বীরচন্দ্র মনুর ১৩ শহীদকে স্মরণ

আগরতলা : ১৯৮৮ সালের ১২ অক্টোবর ।তখন রাজ্যে কংগ্রেস টিইউজেএস জোট রাজত্ব ।সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্রমনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা । অভিযোগ তখনই দুষ্কৃতকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম নেতা শ্রীদাম পাল সহ ১৩ জন। এদের মধ্যে দুজন ছিলেন দেহরক্ষী ।সেই ঘটনাকে স্মরণ রেখে শহীদদের প্রতিবছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম ।এ বছর ৩৬ তম শহীদান দিবস  বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দপ্তরে  শহীদদের শ্রদ্ধা জানানো হয় ।উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর ,প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ রাজ্য দপ্তরের লোকজন ।তারা শহীদদের শ্রদ্ধা জানান। পরে পবিত্র কর বলেন, বর্তমান শাসকের চরিত্র একই জায়গায়। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বুল  ড্রজার চালিয়ে সিপিআইএম অফিস ভেঙে দেওয়া হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর রাজ্যের অনেক জায়গায় জেলা মহকুমা অফিস খোলা যায় না ।তিনি বলেন মানুষ কথা বলবে। বর্তমানেও মানুষের মধ্যে যে ক্ষোভ গোটা দেশে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে এর পতন অবশ্যম্ভাবী।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি