আগরতলা : বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে একটি হল বিজয়া দশমী।বিজয়া দশমীতে বাঙালীর ঘরে ঘরে চলে ভুরিভোজের আয়োজন। মাছ-মাংস, মিষ্টির এলাহি খানাপিনা চলে। তবে এবছর বাজারে মাছের দাম অনেকটা চড়া।সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবের আনন্দে কয়দিন মাতোয়ারা থাকেন উৎসব প্রেমী বাঙ্গালী।কিন্তু দেবী দুর্গার বিদায়ের দিনে মন খারাপ থাকে সকলের। আবারো যে একটি বছরের অপেক্ষা। শুরু হয় নতুন করে প্রহর গোনা। কিন্তু মায়ের বিদায়ের দিনেও একদিকে যেমন মন খারাপ তেমনি অন্যদিকে দেবী দুর্গার বিদায়ের দিনে ঘরে ঘরে চলে ভুরি ভোজের আয়োজন। আর তাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে ভিড় জমান ক্রেতারা। মঠ চৌমুহনী, মহারাজগঞ্জ, বটতলা, লেক চৌমুহনী সহ বিভিন্ন বাজারে সকাল থেকেই ক্রেতারা নিজেদের পছন্দসই মাছ- মাংস কিনতে ব্যস্ত হয়ে পড়েন। আর এই দিনে বাঙালিদের ভোজন রসিকদের প্রথম পছন্দ থাকে মাছের রাজা ইলিশে। যদিও সাধ ও সাধ্যের মধ্যে সকলের পাতে ইলিশ জুটে না। এদিন পাঁঠা কিংবা খাসির মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে এক হাজার আবার কোথাও ১১০০ টাকায়। দেশি মোরগ ৬০০ টাকা। ইলিশের যোগান ভালো বলে জানান বিক্রেতারা। চানপুরের ইলিশ বাজারে এসেছে বলে জানান তারা। এদিকে বিক্রেতারা জানান আছের দাম অন্য সময়ের তুলনায় অনেকটাই বেশি। সাধারণ মানুষের পক্ষে কেনা কষ্টকর। তবে বছরের এই দিনে পরিবারের সদস্যদের নিয়ে ভালো কিছু খেটে কম বেশি সকলে মাছ- মাংস ক্রয় করেন।