আগরতলা : দশমীতে ভুরিভোজের পাশাপাশি চলে মিষ্টি মুখ করানোর পালা। পরিবারের সদস্যরাই শুধু নয়, বন্ধু বান্ধব, পরিচিতদের মধ্যে এদিনে চলে মিষ্টি খাইয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোর পালা। বিজয়া দশমী। মেয়েকে বিদায় জানাবার দিন। কিন্তু যে মেয়ে, সে-ই তো মা। হৃদিকমলে তার চির আসন পাতা। তাই দশমী তিথিতে দুঃখের মাঝে নিবিড় হয়ে থাকে আনন্দ। দেবীকে নিজের অন্তরে লীন করে নেওয়ার অনুভবে যে আনন্দ মেলে। বিসর্জন হলেও আনন্দ উৎসবের সূচনা এই দিন। আর বাঙালির আনন্দ উৎসবে মিষ্টি থাকবে না, তা কি হয়? মঙ্গলবার সকালে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন মাছ- মাংসের বাজ্রে যেমন ক্রেতা ভিড় চোখে পড়ে তেমনি মিষ্টির দোকানেও সকাল থেকে ভিড় জমান উৎসব প্রেমী মানুষ। নিজেদের পছন্দসই মিষ্টি কিনেন।