হাওড়ানদীর দশমীঘাটে সকাল থেকেই নিরঞ্জন শুরু

আগরতলা : আকাশে বাতাসে বিষাদের সুর। আবারও এক বছরের অপেক্ষা। মন না চাইলেও মাকে যে বিদায় জানাতে হয়। নবমীর নিশি থেকে বিষাদের সুর বেজে উঠে সর্বত্র। মঙ্গলবার সকালে দশমী পূজা শেষ হতেই শুরু হয়ে যায় প্রতিমা বিসর্জনের পালা। তবে এদিন কোন বনেদী ক্লাবের পূজা নির্জন হয়নি। বাড়ি ঘরের প্রতিমা ও ছোট ছোট পূজা উদ্যোক্তারা এদিন প্রতিমা নিরঞ্জন করেন। অধিকাংশ প্রতিমাই বিসর্জন দেওয়া হয় হাওড়া নদীর দশমীঘাটে। সকাল থেকে ঢাক-ব্যান্ডের তালে আনন্দে মাতোয়ারা হয়ে প্রতিমা নিয়ে দশমীঘাটে যান পূজা উদ্যোক্তারা। এর পরে পুর নিগমের ব্যবস্থাপনায় হয় হাওড়া নদীতে নিরঞ্জন পর্ব। একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।সকলের মুখে একটিই কথা আসছে বছর আবার হবে। প্রতিমা নিরঞ্জনের জন্য পুর নিগমের তরফে করেন সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রয়েছে প্রায় ৯০ জন পুর নিগমের কর্মী। এদিন সকালে হাওড়া নদীর দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের