সূর্যমনিনগর ১৩২ কেভি সাবস্টেশন এলাকা পরিদর্শন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা : আগামী ১৫-২০ বছরের মধ্যে রাজ্যে বিদ্যুতের বড় ধরণের কোন সমস্যা হবে না সূর্যমনিনগর ১৩২ কেভি সাবস্টেশন-কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণ করা হলে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সাব স্টেশনের উন্নতি করার পরিকল্পনা। কেন্দ্রের সরকারের তরফে এই প্রকল্পের অনুমোদন মিলেছে। ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ২০ লাখ টাকা।বুধবার বিদ্যুৎ নিগম ও দপ্তরের আধিকারিকদের নিয়ে সূর্যমনিনগর সাব স্টেশন এলাকা ঘুরে দেখেন। এই সাব স্টেশনটি ৪০০ কেভিতে উন্নীত করা হলে রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কারনে ভবিষ্যতের বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।বর্ধিত বিদ্যুতের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা এবং উন্নত ভোল্টেজ প্রোফাইলের সুবিধা মিলবে।স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে সমস্ত পরিকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতের উন্নতি ঘটানো যা ফলস্বরুপ আর্থসামাজিক বৃদ্ধির দিকে পরিচালিত করবে।এদিন পরিদর্শনে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেন, ৪০০ কেভিতে উন্নীত হওয়ার পরে রাজ্যে এটি প্রধান বিদ্যুৎ হাব হিসেবে স্বীকৃতি পাবে। তিনি জানান, টাকার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। রুখিয়ার উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ট্রান্সমিশনেও গুরুত্ব দেওয়া হবে

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল