প্রতিযোগিতামূলক পরীক্ষায় পি আর টি সি বাধ্যতামূলক- সুশান্ত

আগরতলা : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত মহাকরণে সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী জানান,পিআরটিসি বাধ্যতা মূলক করা হয়েছে এখন থেকে সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষায়। পি আর টি সি ছাড়া কেউ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী আরও জানান, ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকে বছরে দুইবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। এখন পর্যন্ত ১.৭১ লক্ষ মেট্রিক টন ধান রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এতে সরকারের খরচ হয় ৩২৭ কোটি টাকা।চলতি মরশুমে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে।২৩ টি মহকুমার প্রায় ৪০ টি সেন্টারে সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা প্রতি কেজি ২০ টাকা ৪০ পয়সা করে ।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM