চলচ্ছিত্রে অভিনয়ের সুযোগ পেল রাজ্যের মেয়ে

আগরতলা : ছোটবেলায় একবার ইচ্ছে হলেও কোনদিন শখ ছিল না অভিনেত্রী হওয়ার। কিন্তু সেই পথেই অবশেষে পা দিতে চলেছেন ত্রিপুরার মেয়ে সৃজিতা ভট্টাচার্য।বলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন সৃজিতা।পরিচালক অলক শ্রীবাস্তব কাজ করেছেন মিঠুন চক্রবর্তী , জ্যাকি শ্রফ,নাসির উদ্দিন শাহ, পরেশ রাওয়াল থেকে শুরু করে বড় বড় অভিনেতাদের নিয়ে। সবকিছু ঠিক থাকলে জয়নগর নিবাসী জয়ন্ত ভট্টাচার্য ও সমা দে ভট্টাচার্যের কন্যা সৃজিতা ভট্টাচার্যকে উনার পরবর্তী সিনেমা মানালি ক্রিমে দেখতে পাওয়া যাবে।ত্রিপুরার মেয়ে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন।সৃজিতা ভট্টাচার্য একজন বিমান সেবিকা বর্তমানে। আচমকা একদিন বিমানবন্দরে তাঁর সাক্ষাৎ হয় চলচ্চিত্র পরিচালক অলক শ্রীবাস্তবের সঙ্গে।

চলচ্ছিত্রে কাজ করতে আগ্রহী কিনা সৃজিতাকে জিজ্ঞেস করার পাশাপাশি উনার অফিসে যাওয়ার জন্য শ্রীবাস্তব বলেন। সৃজিতা উনার অফিসে গেলে তাকে ওনার আপকামিং প্রজেক্টে কাজ করার প্রস্তাব দেন। কিছু স্ক্রিন টেস্ট দেওয়ার পর রাজ্যের মেয়ের ভাগ্য খুলে যায় এবং মানালী ক্রিমে অভিনয়ের জন্য সুযোগ এসে যায় তার সামনে। সবকিছু ঠিক থাকলে যার কাজ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। সম্পূর্ণ হতে পারে আগামী বছরের শেষের দিকে। পুজোর ছুটিতে বাড়িতে আসে সৃজিতা।আলাপচারিতায় সে বলে ছোটবেলায় অভিনেত্রী হওয়ার এরকম কোন শখ ছিল না ওনার।

তবে যখন শ্রীকৃষ্ণ মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল তখন তার মনে অভিনেত্রী হওয়ার কিছুটা ইচ্ছা জাগে। তবে উনি পড়াশোনা শেষ করে এয়ার হোস্টেস এর কাজে যোগ দেন। হঠাৎ এসে যাওয়া সুযোগ কাজে লাগাতে চান তিনি। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে উনি জানান বড় মাপের অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করবে এই সিনেমায়। তবে সেই অভিনেতাকে তিনি তা প্রকাশ করেননি পাশাপাশি একটি লিডিং রোলে যে তাকে দেখা যাবে তাও তিনি ইঙ্গিত দেন। তবে এখনই তিনি এয়ার হোস্টেজের চাকুরী ছাড়তে চান না।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল