সাজিয়ে তোলা হচ্ছে মন্দির

আগরতলা : আর মাত্র কয়েকদিন প্র আলোর উৎসব দীপাবলির আনন্দে মেতে উঠবেন উৎসব প্রেমী মানুষ। এখন চলছে বিভিন্ন মন্দির, মণ্ডপে জোর প্রস্তুতি। এরকমই একটি মন্দির হল আগরতলা দক্ষিণ ইন্দ্রনগর জুয় মা কালী সন্তান সংঘ। প্রতিবছর মহা সমারোহে সেখানে হয় কালী পূজা। পূজাকে কেন্দ্রে বসে দুই দিন ব্যাপী মেলাও। এই পূজা ও মেলায় রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমান। দোকানীরা রকমারি পসরা নিয়ে মেলায় দোকান খুলে বসেন। এবছরও চলছে পূজার প্রস্তুতি। জয় মা কালী সন্তান সংঘের সম্পাদক টিঙ্কু ঘোষ জানান, শক্তি পূজার আরাধনায় এবছরও তারা ব্রতী হয়েছেন এলাকার লোকজনের সহযোগিতায়। এখন চলছে মন্দির সাজিয়ে তোলার কাজ। একদিকে চলছে আলোক সজ্জা, অন্যদিকে রঙের প্রলেপ মন্দিরে লাগানোর কাজ। শ্রমিকরা মন্দির সাজিয়ে তোলার কাজে ব্যস্ত। মেলা ও পূজায় সকল অংশের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন সম্পাদক।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM