আগরতলা : সম্প্রতি রিলিজ হওয়া শর্টফিল্ম হেমলক দেখার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন রাখলেন রাজ্যের মেয়ে দেবাদ্রিতা দত্ত।যিনি এই শর্ট ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ত্রিপুরার কমলপুরের মেয়ে দেবাদ্রিতা দত্ত। দ্বাদশ মান পর্যন্ত লেখাপড়া করেছেন কমলপুরেই।বাস্তুকার অখিল দত্তের মেয়ে সে। দেবাদ্রিতার নাম সমা দত্ত। বর্তমানে দেবাদ্রিতা মুম্বাইয়ে থাকেন। ছোট বেলা থেকে নাচ- গানের সঙ্গে যুক্ত থাকা দেবাদ্রিতা নাটকও করেছেন। মুম্বাইয়ে গিয়ে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক দিন আগেই। সম্প্রতি হেমলক নামে নির্মিত শর্ট ফিল্মটি রিলিজ হয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিজেই একথা জানালন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তার এই অভিনীত এই চলচ্চিত্রটি সাড়া ফেলেছে। রাজ্যের মেয়ে হিসেবে রাজ্যবাসীর কাছে আবেদন এই চলচ্চিত্রটি সকলে যাতে দেখেন। মুম্বাইয়ের একটি বস্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সাংবাদিক সম্মেলনে দেবাদ্রীতার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলায় একটি মডেলিং এজেন্সি-র কর্মকর্তারা। তারা জানান রাজ্যের প্রতিভাকে বলিউড সহ বিশ্বের দরবারে পৌঁছে দিতে তারা কাজ করছেন। সংস্থার তরফেও দেবাদ্রীতার চলচ্চিত্রটি দেখার আবেদন জানানো হয়।