আগরতলা : রাজধানীর গোয়ালাবস্তী এলাকায় জমির বিবাদকে কেন্দ্র করে খুনের ঘটনায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিস ৫ জন অভিযুক্তকে জালে তুলে আদালতে সোমবার সোপর্দ করে। জায়গা নিয়ে ঝামেলার জেরে দুই পক্ষে রবিবার সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন কয়েকজন। ঘটনায় মারা যান নাগিনা প্রসাদ রায় নামে এক ব্যক্তি। ঘটনার পড়ে এন সি সি থানায় মামলা দায়ের করার পাশাপাশি রবিবারই থানায় বিক্ষোভ দেখায় লোকজন।তারা দাবি জানায় খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার। পুলিস মামলা নিয়ে তদন্তে নেমে বিজেন্দ্র রায়, শচীন্দ্র রায়, দিনেশ রায়, নসিব লাল রায়, রামসাগর রায় নামে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত রডও। অভিযোগ কয়েকজন ঘটনার পরেই গা ঢাকা দেয়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এন সি সি থানার পুলিস।
খুনে অভিযুক্ত ৫ জন পুলিসের জালে
203
previous post