আগরতলা : শতবর্ষ প্রাচীন কবর স্থান দখল করে মন্দির তৈরি করার অভিযোগ। জায়গা দখল মুক্ত করার দাবি জানালেন এলাকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকজন। বৃহস্পতিবার তারা ওয়াকফ বোর্ডের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। ডুকলি ব্লকের অধীন বিক্রমনগর পঞ্চায়েতের মধ্য চাম্পামুড়া এলাকায় রয়েছে একটি কবরস্থান। যারা বহু বছর ধরে এই কবর স্থান ব্যবসার করে আসছেন সেই সংখ্যালঘু লোকজনের অভিযোগ চলতি বছরের ২৫ সেপ্টেম্বর রাতে কে বা কারা সেখানে মন্দির তৈরি করে ফেলে। ঘটনা জেলা-মহকুমা প্রশাসনকে জানানো হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। ১২ তারিখ সেখানে কালী পূজা ও মেলা বসবে বলেও জানা যায়। তাই দ্রুত কবর স্থানের জায়গা বেদখল মুক্ত করার দাবি জানিয়ে এলাকার লোকজন ঘেরাও করেন বৃহস্পতিবার ওয়াকফ বোর্ড এর অফিস। দাবি জানান কবরস্থান বেদখল মুক্ত করার এবং কবরস্থানের সীমানা নির্ধারণ করে চার পাশে পাকা দেওয়াল নির্মাণের।
কবরের দাবিতে ওয়াকফ বোর্ডে বিক্ষোভ
240
previous post