কংগ্রেসের বিক্ষোভ মিছিল

আগরতলা : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, জিনিসের দাম বৃদ্ধির ফলে সমস্যায় আমজনতা। নাভিশ্বাস সাধারণ মানুষের। এর উপর বিদ্যুৎ মাশুল, সম্পদ কর বৃদ্ধি করা হয়েছে।অভিযোগ পরিবেশ দূষণ হচ্ছে যত্রতত্র সরকারি ফ্ল্যাক্সের বিজ্ঞাপনে। বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা। নেশার সাগরে ভাসছে ছোট্ট রাজ্য ত্রিপুরা। এসবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয় সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায়। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। এদিন মিছিলের নেতৃত্ব দেন মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। বর্তমানে ক্রমাগত বেড়ে চলা মূল্য বৃদ্ধি নিয়ে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তাঁর অভিযোগ সরকার- বিজেপি দলের আশ্রয়ে প্রশ্রয়ে মুনাফাখোররা মুনাফাবাজি করছে। ক্রমাগত বেড়ে চলা নেশার রমরমা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি